ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের সব নাগরিক ঘর পাবে ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২২:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

দেশের সব নাগরিক ঘর পাবে ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের কোন মানুষ গৃহহীন অবস্থায় থাকবে না। ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় দেশের সব নাগরিক ঘর পাবে। এ ব্যাপারে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এ নিয়ে বড় অংকের অর্থ বাজেট করা হচ্ছে। আগামীতে গৃহহীনদের খুঁজে বের করে ঘর করে দেবে সরকার। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে দুর্যোগ সহনীয় বাসগৃহপ্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্ব মহামারীর সময়েও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্র অনুসরণ করছে। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহিনসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা।
×