ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উবাচ

প্রকাশিত: ২২:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০২০

উবাচ

দুশ্চিন্তার কিছু নেই স্টাফ রিপোর্টার ॥ কোভিড আক্রান্ত হয়ে দেশের মানুষ কম মারা যাচ্ছে এজন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, অন্যদের চেয়ে আমাদের অবস্থা অনেক ভাল। আবার হাসপাতালগুলোতে যথেষ্ট রোগী না থাকায় তাকে বেশ খুশিই দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, শীতের সময় করোনার প্রকোপ বাড়তে পারে। সবাইকে এজন্য সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সেকেন্ড ওয়েভ নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। সেকেন্ড ওয়েভ নিয়ে সরকার সজাগ এবং সতর্ক আছে। তিনি বলেন, ‘হাসপাতাল ব্যবস্থাপনা প্রস্তুত আছে। আমাদের চিকিৎসকরা এখন আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট। আমরা এটা কাটিয়ে উঠতে পারব। দুশ্চিন্তার কোন কারণ নেই।’ পুতুপুতু আন্দোলন... স্টাফ রিপোর্টার ॥ মাহমুদুর রহমান মান্না কিংবা সমমনা অনেকেই মনে করেছিলেন বিএনপির জোটে যোগ দিলেই ক্ষমতায় চলে যাওয়া যাবে। সেই আশা যে অতি আশা ছিল তার প্রমাণ এত দিনে পেয়েছেন। এখন বিএনপির আন্দোলনকে তার পুতুপুতু আন্দোলন মনে হয়। নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মান্না বলেছেন, তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে হবে। তিনি বলেন, পরিকল্পনা ও ছক ছাড়া কোন আন্দোলনে বিজয়ী হওয়া যায় না। রাজনীতি স্পষ্ট করে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে। তিনি ধারণা করছেন, মানুষ পরিবর্তন চাইছে। সাহস করে রাজপথে নামতে হবে। ঘরে বসে আন্দোলনের কথা বললে হবে না। আন্দোলনের পটভূমি রচনা করতে হবে, নতুন পথের জন্য নতুন করে ভাবতে হবে। সরকারের অনুগ্রহে বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রতিবাদ করতে না পারায় তিনি বিএনপি নেতাদের সমালোচনা করেছেন। আইনের শাসন নেই... স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর এখন একটি আলোচিত ইস্যু। তিনি তার সংগঠনের এক নেতাকে ধর্ষণের শাস্তি থেকে বাঁচাতে তার সংগঠনেরই আরেক নারী কর্মীকে হুমকি দিয়েছেন। সারাদিন ফেসবুক লাইভের পাশাপাশি নূর তার ইউটিউব চ্যানেল ছাড়াও দেশী-বিদেশী বিভিন্ন সংবাদ মাধ্যমে গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলনে নামার হুমকি দেন। করোনার মধ্যে যখন রাজনৈতিক দলগুলো মাঠের কর্মসূচী থেকে সরে এসেছে তখন এই নূরকে দেখা যায় গুটিকয়েক মানুষ নিয়ে এখানে ওখানে জটলা পাকাতে। নূর বলেছেন, এদেশে বিচার নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। ভাবখানা এমন এদেশে নূর ছাড়া আর কিছু নেই। তিনি সব সময়ই সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু দলীয় কর্মীর ধর্ষকের বিচার যিনি না করে হুমকি দেন তার হেফাজতে গেলে গণতন্ত্র, দেশ সব কিছুর যে বারোটা বাজিয়ে ছাড়বে তা সহজেই বোঝা যায়। অনেকেই প্রশ্ন করেন এই নূরের আয়ের উৎস কি? বাবার হোটেলেও খান না। ঢাকায় বাসা ভাড়া খাওয়া-দাওয়া এসব জোটে কি করে? ভূতেতো আর জোগায় না। যার নিজের আয়ের স্বচ্ছতা নেই সে কি করে আরেক জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন! নূর শুধু ভুক্তভোগী সেই নারীকে হুমকি ধমকি দিয়ে থেমে যাননি। সেই ধর্ষিতা যখন বিচার চেয়ে মামলা করেছেন। বিষয়টিকে রাজনৈতিক উল্লেখ করে অপপ্রচার চালিয়েছেন। প্রচার করার চেষ্টা করছেন সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তাহলে কি দেশে বিচার নেই আইনের শাসন নেই। না নূরের লোক হলে ধর্ষণ করে আসলেও তাকে আর কিছু বলা কওয়া যাবে না।
×