ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে সাংবাদিকদের পরিচয়পত্র ফেরৎ দিল

প্রকাশিত: ২১:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২০

অবশেষে সাংবাদিকদের পরিচয়পত্র ফেরৎ দিল

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় গেল ১৭ ও ১৮ সেপ্টেম্বর ছাত্র আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন উশৃঙ্খল ছাত্র দায়িত্বরত কয়েকজন সাংবাদিকের কাছ থেকে তাঁদের পরিচয় পত্র অনেকটা জোর করে নিয়ে ফেলার এক সপ্তাহ পর প্রশাসনের কাছে আজ (বৃহস্পতিবার) ফেরৎ দিয়েছে। ঐদিন আন্দোলনকারী ছাত্ররা সাংবাদিকদের কাছ থেকে পরিচয়পত্র নিয়ে নেয়ার পর আর ফিরিয়ে দেয়নি। পরবর্তীতে হাটহাজারী উপজেলা প্রশাসন মাদ্রাসার মিডিয়ায় কাজ করেন এমন কয়েকজন কে পরিচয়পত্র ফিরিয়ে দিতে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়। এ আহবানের প্রেক্ষিতে আন্দোলন রত শিক্ষার্থীরা তাদের নিজস্ব মিডিয়ার কর্মীদের নিকট পরিচয়পত্র হস্তান্তর করে। পরে ঐ মিডিয়া আজ (২৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নিকট নিকট পরিচয় পত্র হস্তান্তর করে।
×