ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ার্ড কমিটি বাতিল দাবীতে টঙ্গীতে আওয়ামীলীগের মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১৯:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২০

ওয়ার্ড কমিটি বাতিল দাবীতে টঙ্গীতে আওয়ামীলীগের মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড আহ্বায়ক কমিটি বাতিল দাবিতে টঙ্গীতে রেল লাইনে আগুন ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। অবরোধ চলাকালে ট্রেন ও যান চলাচল মারাত্মক বিঘ্ন ঘটে। হাজার হাজার যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েন। গাজীপুর মহানগরে ওয়ার্ড কমিটি ঘোষণার পর থেকে টঙ্গী-গাজীপুর গত ৪ দিন ধরে প্রতিদিন এ অবস্হা চলে আসছে। আজ বৃহস্পতিবার বিকালে টঙ্গীর রেল স্টেশন ও স্টেশন রোডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব ঘটনা ঘটে। আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাদের দাবীদাওয়া আদায়ে রাজপথ ও রেলপথে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মহাসড়কে নেতা কর্মীদের অবরোধ চলাকালে শত শত যানবাহন রাস্তার দুদিকে আটকা পড়ে। বিকাল ৫ টার দিকে রেল লাইনে অবস্হান করা অবরোধকারীরা রেললাইন আগুন ধরিয়ে দেয়। এ অবস্থায় রেললাইন আসা যাওয়ার সিগনাল না পাওয়ায় টঙ্গী আউটার সিগনালে দুদিকে দুটি ট্রেন আটকা পড়ে। আশপাশের অন্যান্য রেল স্টেশন গুলোতেও স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। রেলপথ রাজপথে অবরোধের কারনে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। মহাসড়ক-রেলপথ অবরোধে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, রবিবার গাজীপুর মহানগরের ওয়ার্ড গুলোতে যে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তা একতরফা ও পকেট কমিটি। গাজীপুর মহানগর আওয়ামীলীগের কারো সঙ্গে পরামর্শ না করে এ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন, অবিলম্বে মহানগরে ঘোষিত ওয়ার্ড কমিটি বাতিল করা না হলে যারা এ কমিটির ঘোষণা দিয়েছেন তাদেরকে বহিষ্কারের ঘোষণা দেয়া হবে।
×