ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩৫ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার

প্রকাশিত: ১৯:২২, ২৪ সেপ্টেম্বর ২০২০

৩৫ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জ থেকে ৩৫ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, বিল্লাল শেখ (৩৮), মোঃ ফারুক (৩৫) ও মোঃ খোকন (৩৩)। ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসুদন দাসের নেতৃত্বে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম রাজধানীর তেজগাঁও থানার হলিক্রস মোড়ে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে। পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় নারায়ণগঞ্জ সদর থানার ভিপি রোডে গ্রেফতারকৃত বিল্লাল শেখের ভাড়া বাসায় অপর এক অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস জানান, গ্রেফতারকৃত ফারুক ও খোকন কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতেন। পরে ইয়াবার চালান বিল্লাল শেখের কাছে পৌঁছে দিতেন। এসি মধুসুদন জানান, ঘটনার দিন উদ্ধারকৃত ইয়াবাগুলো হস্তান্তরের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত বিল্লাল শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
×