ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১৮:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২০

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে শামসুল হক (৬৬) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত মুক্তিযোদ্ধা শামসুল হক ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরে তার ৭ বছরের নাতনী পড়ে যায়। এসময় তাকে পুকুরের পানিতে ডুবতে দেখে ওই মুক্তিযোদ্ধা শিশুটিকে বাঁচাতে পানিতে নামে। শিশুটিকে পানি থেকে উদ্ধার করে উপরে তুললেও তিনি পুকুরের পানিতে ডুবে যান। এতে ওই শিশুর কান্না ও চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা শামসুল হককে মৃত ঘোষণা করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নিজ গ্রামে দাফন করা হবে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ পুকুরের পানিতে ডুবে ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
×