ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় মারাত্মক ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি, আতঙ্ক

প্রকাশিত: ১৭:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২০

চকরিয়ায় মারাত্মক ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি, আতঙ্ক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ার বদরখালী বাজারে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যেকোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সূত্রে জানা যায়, গত ৫দিন ধরে বদরখালী বাজারে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। স্থানীয় লাইন পরিদর্শককে বিষয়টি জানালে গ্রাহকদের কাছ থেকে খুঁটি বাবদ টাকা দাবি করেন তিনি। বদরখালী উপসড়কে চলাচলকারী অবৈধ বালুবাহী ডাম্পারের ধাক্কায় বিদ্যুতের খুঁটিটি ভেঙ্গে যায়। পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীরা এ দৃশ্যটি দেখেও স্থানীয় গ্রাহকদের কাছ থেকে উল্টো ক্ষতিপূরণের বাহনায় টাকা নিতে খুঁটি বদল করে দিচ্ছেনা বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, চকরিয়ার বদরখালী বাজারের সিন্ডিকেট অফিসের প্রবেশ মূখে তথা একটেল টাওয়ারের পাশে বিদ্যুতের একটি খুটির মাঝখানে ভেঙ্গে যাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিদ্যুৎগ্রাহকরা। মারাত্মক ঝুঁকি দেখে দুর্ঘটনার আশঙ্কায় কয়েকদিন ধরে বাজারে সওদা করতে যাচ্ছেন না কেউ কেউ। ইতোপূর্বেও এধরণের একাধিক খুঁটি ভেঙ্গে পড়েছে বলে জানা গেছে। এসব খুঁটি অত্যন্ত নিম্নমানের হওয়ায় ধাক্কা লাগলেই ভেঙ্গে পড়ছে। একারণে খুটি সরবরাহকারী প্রতিষ্টানের বিরুদ্ধে সর্বত্রই চলছে সমালোচনার ঝড়। পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা খুঁটিগুলো লাগানোর সময় মাথা ভাঙ্গা, অর্ধভাঙ্গা কিংবা গোড়া ভাঙ্গা দেখেও ওইসব খুঁটি বাদ দেয়না বলে তথ্য মিলেছে।
×