ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া মুক্ত হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে: গয়েশ্বর

প্রকাশিত: ১৭:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০২০

খালেদা জিয়া মুক্ত হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্ত হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার আমাদের নেত্রীকে কারাবন্দী থেকে এখন গৃহবন্দী করেছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় প্রফেসর এমাজউদ্দিন আহমেদ ও বিএনপির ক’জন নেতার স্মরণে ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, খালেদা জিয়াকে গৃহবন্দী রেখে বিএনপি নেতাকর্মীদের উচ্ছাস মানায় না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়াকে গৃহের দরজা খুলে রাজপথে আনার ব্যবস্থা করতে পারলেই আন্দোলনের সিংহভাগ কাজ শেষ হবে। এভাবে আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি একেএম আবুল কালাম আজাদ, ফখরুল ইসলাম রবিন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
×