ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার দ্বিতীয় ওয়েব নিয়ে মন্ত্রীদের বক্তব্য রহস্যঘেরা: রিজভী

প্রকাশিত: ১৭:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২০

করোনার দ্বিতীয় ওয়েব নিয়ে মন্ত্রীদের বক্তব্য রহস্যঘেরা: রিজভী

স্টাফ রিপোর্টার ॥ করোনার দ্বিতীয় ওয়েব নিয়ে মন্ত্রীদের বক্তব্য রহস্যঘেরা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকার জনগনের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চায়। তাই দেশজুড়ে বড় কিছু ঘটনা আড়াল করতেই দ্বিতীয় দফায় করোনা ধেয়ে আসার জিগির তোলা হচ্ছে। আমরা বলতে চাই, করোনার দ্বিতীয় দফা সংক্রমণ যে আসবেই ধরাবাঁধা এমন কোনো কিছু নেই। মানুষের স্বাস্থ্য বিধি মেনে চলার ওপর নির্ভর করবে দ্বিতীয় দফা সংক্রামণ বা সেকেন্ড ওয়েব আসবে কিনা। রিজভী বলেন, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী দেশে বুধবার করোনা সন্দেহে পরীক্ষিত মোট নমুনার ১১ দশমিক ৭৭ শতাংশ করোনা সংক্রমিত হিসেবে সনাক্ত করা হয়েছে। ২২ সেপ্টেম্বর পরীক্ষিত নমুনার ১০ দশমিক ৯৯ শতাংশ করোনা শনাক্ত হয়েছে। আবার ২১ সেপ্টেম্বর মোট নমুনার ১৩ দশমিক ৬ শতাংশ করোনা আক্রান্ত ছিলো। রুহুল কবির রিজভী বলেন, করোনার দ্বিতীয় ওয়েব নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রীদের হঠাত করে বক্তব্য দেয়া শুরু করেছেন। কারণ, সরকারি তথ্য মতেও আমরা দেখছি, প্রতিদিন করোনা সংক্রামণ ও মৃত্যুর সংখ্যা কমছে। করোনা টেস্ট অর্ধেকে নামিয়ে দিয়েছে সরকার। অফিস-আদালতসহ সব ছিু খুলে দেয়া হয়েছে। এমতাবস্থায় সরকারের তরফ থেকে দ্বিতীয় দফা করোনা সংক্রমন সংক্রান্ত বক্তব্য শুনে মনে হচ্ছে কোথাও কিছু ঘটছে। রাতে ভোট হওয়ার সুযোগ নেই বলে বুধবার পাবনা-২ আসনে উপনির্বাচন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা যে বক্তব্যে দিয়েছেন তার সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের ঢোল-তবলায় পরিণত হয়েছে। কারণ, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন যে আসলে ২৯ তারিখ দিবাগত রাতেই হয়ে গিয়েছিল, সেটি এখন আর কারো কাছে গোপন নেই।
×