ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়াবার চালানসহ রোহিঙ্গা মা-মেয়ে আটক

প্রকাশিত: ১৩:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২০

ইয়াবার চালানসহ রোহিঙ্গা মা-মেয়ে আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আর্মড ব্যাটালিয়ন পুলিশ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে অভিযান চালিয়ে প্রায় ৪৯হাজার ইয়াবাসহ মা-মেয়েকে আটক করেছে। মঙ্গলবার রাতে কুতুপালং ক্যাম্পের মধুরছড়ায় এ অভিযান চালানো হয়। আটকরা হচ্ছেন কুতুপালং মধুরছড়া ১-ইস্ট ক্যাম্পের সি-ব্লক/১৭ এ আশ্রিত মোহাম্মদ মোজাফ্ফরের স্ত্রী সখিনা খাতুন এবং তার মেয়ে তসমিন আরা। ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এসপি মো: আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন লোক পালিয়ে গেলেও দুই নারীকে আটক করা সম্ভব হয়েছে। আটকদের স্বীকারোক্তি মতে, প্লাস্টিকের বালতির ভিতর থেকে পলিথিন ও সাদা টেপ মোড়ানো ৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে পাওয়া যায় ৪৮ হাজার ৭৮৫টি ইয়াবা।
×