ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে ফের গণপূর্তের জমি দখল করে দোকান নির্মাণ

প্রকাশিত: ১৩:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২০

বরিশালে ফের গণপূর্তের জমি দখল করে দোকান নির্মাণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি ও শায়েস্তাবাদ ব্রিজের নিচে গণপূর্তের ৯.১৪ একর জমি ফের দখল করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান, মাছ বাজার নির্মাণ করেছেন স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। এছাড়া সরকারী সম্পত্তির বিশাল একটি এলাকা দখল করে সেখানে বালুর ব্যবসা পরিচালনা করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাহাতাব হোসেন সুরুজের ভাই গোলাম কবির চরবাড়িয়া ও তালতলি বাজার কমিটির সভাপতি। তিনি (গোলাম কবির) তার চেয়ারম্যান ভাইয়ের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি দখল করে রমরমা বাণিজ্য করে আসছেন। সূত্রমতে, গত বছরের শেষের দিকে বরিশাল গণপূর্ত বিভাগের কর্মকর্তারা তাদের দখলকৃত জমি থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পরবর্তীতে জমির পরিমানসহ গণপূর্ত বিভাগ তাদের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। বর্তমানে গণপূর্ত বিভাগের ঝুলিয়ে দেয়া সাইনবোর্ডটি খুলে ফেলে দেয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অসংখ্য ব্যক্তিরা জানান, ইউপি চেয়ারম্যানের ভাই গোলাম কবির তালতলি এলাকার বাজার পরিচালনা করেন। সরকারি জমিতে নির্মাণ করা দোকানগুলো তার লোকজনেই নিয়ন্ত্রণ করছেন। প্রতিটি দোকান থেকেই এককালীন ২০ থেকে ৩০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এছাড়া বাজার থেকে প্রতিদিনই হাজার হাজার টাকা চাঁদা উত্তোলন করা হয়। সরকারী জমি দখল করে দোকান নির্মাণের ব্যাপারে চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ভাই কিছু দখল করেনি। কেউ দখল করলে তা গণপূর্তের লোক এসে উচ্ছেদ করে দিবে, এনিয়ে সাংবাদিকদের মাথা ব্যাথা কেন। গোলাম কবির সরকারী সম্পত্তি দখলের অভিযোগ অস্বীকার করেন। বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা জেরাল্ড অলিভার গুডা বলেন, সম্পত্তি দখলের বিষয়টি শুনেছি। খুবশীঘ্রই অভিযান চালিয়ে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। একইসাথে বরিশাল গণপূর্ত বিভাগের ৯.১৪ একর জমিতে কাঁটা তারের প্রাচীর দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
×