ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুয়ারেজের নতুন ঠিকানা ‘শত্রুশিবির’ অ্যাতলেটিকো

প্রকাশিত: ১২:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২০

সুয়ারেজের নতুন ঠিকানা ‘শত্রুশিবির’ অ্যাতলেটিকো

অনলাইন ডেস্ক ॥ বার্সেলোনার সঙ্গে ছয় বছরের লাল-নীল সম্পর্ক শেষ হলো লুইস সুয়ারেজে। পাড়ি জমালেন অ্যাতলেটিকো মাদ্রিদে। যে ক্লাব লিগ শিরোপার ক্ষেত্রে অন্যতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। আনুষ্ঠানিকভাবে এ খবর জানিয়েছে অ্যাতলেটিকো কর্তৃপক্ষ। অন্যদিকে দায়সারা এক ফেসবুকে পোস্ট দিয়েই ক্লাবের তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরারকে বিদায় অভ্যর্থনা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। স্প্যানিশ স্পোর্টস ম্যাগাজিন মার্কার সূত্রমতে, ফ্রি ট্রান্সফার ফি ও ৬০ লাখ ইউরোতে আতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। একদিকে সুয়ারেজের ক্লাব দরকার, অন্যদিকে অ্যাটলেটিকোর দরকার স্ট্রাইকার। আর সুয়ারেজ ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার সুবিধা কাজে লাগাতে মরিয়া ছিলেন ডিয়েগো সিমিওনে। সিমিওনে মনে করেন, তার ছকের সঙ্গে সুয়ারেজ দারুণ মানানসই।
×