ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী আনোয়ারুল আলমের ইন্তেকাল

প্রকাশিত: ২৩:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২০

রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী আনোয়ারুল আলমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আনোয়ারুল আলম বুধবার দুপুর ১২টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বুধবার গুলশান জামে মসজিদে জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়। প্রকৌশলী আনোয়ারুল আলম ১৯৩৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে বি-কোর্সে তদানীন্তন পূর্ব পাকিস্তানে প্রথম স্থান অধিকার করে ম্যাট্রিক এবং ১৯৫৪ সালে দ্বিতীয় স্থান অধিকার করে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৫৮ সালে আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রী লাভ করেন। ১৯৫৯ সালে গণপূর্ত বিভাগে (পিডব্লিউডি) সহকারী প্রকৌশলী হিসেবে সরকারী চাকরিতে যোগদান করেন। চাকরির প্রতিটি ধাপে যোগ্যতার স্বাক্ষর রেখে পদোন্নতি লাভ করে তিনি গণপূর্তের প্রধান প্রকৌশলীর পদ অলঙ্কৃত করেন। ১৯৯১ সালে তিনি রাজউক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি উত্তরা মডেল টাউন সম্প্রসারণ, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা কাঁচাবাজার নির্মাণ, নিকুঞ্জ আবাসিক এলাকাসহ বহু উন্নয়মূলক কাজ করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জাতীয় স্কাউট ভবন, তিন নেতার মাজার, ভূষিরবন্দর ব্রিজ নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ১৯৯৩ সালে প্রধান আমদানি-রফতানি নিয়ন্ত্রকের দায়িত্ব পালনকালে সরকারী চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, আনোয়ারুল আলম রাজশাহীর শিরোইল নিবাসী মরহুম মৌলবি হামিদুল্লাহ মাস্টারের চতুর্থ পুত্র এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিমের বড়ভাই। তিনি দৈনিক জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদ (এম এ খান মাসুদ) এর মেজো বোনের দেবর।
×