ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

দর্শকনন্দিত ‘লাল জমিন’ প্রদর্শনী আজ ও শনিবার

প্রকাশিত: ২৩:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২০

দর্শকনন্দিত ‘লাল জমিন’ প্রদর্শনী আজ ও শনিবার

স্টাফ রিপোর্টার ॥ ‘যেদিন থেকে চিন্তা করেছি ‘লাল জমিন’ করব, সেদিন থেকে আজ পর্যন্ত আমার সমস্ত চিন্তাজুড়ে শুধু এই নাটকটিই। একে আমি ধারণ করি প্রতি মুহূর্তে। আমার জীবনের অংশ হয়ে গেছে নাটকটি’-বললেন মান্নান হীরার লেখা ‘লাল জমিন’ নাটকের একক অভিনেত্রী মোমেনা চৌধুরী। শূন্যন রেপার্টরি দল ২০১১ সালে মঞ্চে আনে ‘লাল জমিন’। নির্দেশনার দায়িত্ব পান সুদীপ চক্রবর্তী। নতুন এক পথচলা শুরু হয় মোমেনা চৌধুরীর-একক অভিনেত্রী হিসেবে। নাটকটি মঞ্চায়নের পর তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদেছে দর্শক। কেউ কুশীলবের হাত ছুঁয়ে অনুভব করতে চেয়েছেন মুক্তিযুদ্ধকে। এক রিক্সাচালক সারাদিনের কষ্টার্জিত মাইনে কুশীলবের হাতে তুলে দিয়েছিলেন খুশিমনে-একেকটি রজনীতে নাটকটি মঞ্চায়িত হওয়ার পর এসব অনুভূতি নিয়ে ঘরে ফেরেন অভিনেত্রী মোমেনা চৌধুরী। নাটকটির বিষয়ও যে আবেগের। মুক্তিযুদ্ধের সময় চৌদ্দ ছুঁই-ছুঁই এক কিশোরীকে নিয়ে নাটকের গল্প। তার মুক্তিযুদ্ধ, জীবনযুদ্ধ নিয়ে এগিয়ে চলে কাহিনী। মুক্তিযুদ্ধের সময় কিশোরীর জীবনে ঘটে গেছে ভয়ানক সব ঘটনা। কিশোরীর ধবধবে জমিন নয় মাসে কী করে একটা ‘লাল জমিন’ হয়ে উঠল, তা নিয়েই এই নাটক। গাজীপুর পুলিশ লাইনে ‘লাল জমিন’ নাটকের ২৪৫তম প্রদর্শনী হবে আজ বৃহস্পতিবার। জানা গেছে পুলিশ বাহিনীকে উজ্জীবিত করার উদ্দেশে এই শোয়ের আয়োজন করেছেন গাজীপুরের পুলিশ সুপার। আর যিনি এই উদ্যোগ নিয়েছেন তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন নাটক মঞ্চায়ন বন্ধ থাকার পর ‘লাল জমিন নাটক’ মঞ্চায়নের মাধ্যমে আবারও থিয়েটারের দরজা খোলে গত ২৮ আগস্ট। আগের মতো এখন ‘লাল জমিন’ নাটকটির কল শোয়ের জন্যও প্রস্তুত শূন্যন বাহিনী। গাজীপুরের পর আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে আবারও ‘লালজমিন’ নাটকের মঞ্চায়ন হতে যাচ্ছে। মোমেনা চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে নাটক মঞ্চায়ন যখন বন্ধ তখন আমরাই শুরুটা করেছিলাম, এখন অনেকেই নাটক মঞ্চায়ন শুরু করেছে। অনেক ভাল লাগছে। আমাদেরও কল শোয়ের প্রস্তাব আসছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে শোগুলোতে অংশগ্রহণ করব।
×