ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইবি‘র হলে লাখ টাকার পাম্প চুরি

প্রকাশিত: ২১:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২০

ইবি‘র হলে লাখ টাকার পাম্প চুরি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) হলের কর্মকর্তা ও কর্মচারীরা চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। চুরি হয়ে যাওয়া সাবমারসিবল পাম্পটি প্রায় একলক্ষ টাকারও বেশি। তবে চুরির ঘটনাটি কবে ঘটেছে এ ব্যাপারে নির্দিষ্টভাবে কেউ জানেন না। হলের পরিচ্ছনতা কর্মী বিষ্ণু কুমার জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনুমানিক এগারোটার দিকে হলের পিয়ন কামরুল হলের দক্ষিণ পাশে গিয়ে দেখেন ভবনের বাইরে থাকা পাম্পটি নেই। বিষয়টি হলের কর্মকর্তা ও হাউজ টিউটদের জানালে তাদের নজরে আসে। জানা যায়, হলের উত্তর ও দক্ষিণ পাশে দুটি পাম্প রয়েছে। উত্তর দিকের পাম্পটির মুল্য প্রায় আড়াই লাখ ও চুরি হয়ে যাওয়া দক্ষিণ পাশেরটার মূল্য এক লাখ টাকারও বেশি। লাখ টাকার মূল্যে হলেও পাম্প দুটি একেবারেই অরক্ষিত ছিল। দুটি পাম্প-ই হল ভবনের একদম বাহিরে থাকার পরও কোনো সংরক্ষেনের ব্যবস্থা নেই। এদিকে করোনা পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলছে। দুপুর দুইটা থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে গেলে দুইটা থেকে রাত আটটা পর্যন্ত একজন ও রাত আটটা থেকে সকাল সকাল পর্যন্ত দুইজন আনসার হলের নিরাপত্তায় থাকেন। রাতের বেলায় নিরাপত্তায় থাকা আনসারের গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানান হলের কর্মকর্তারা। হলের আবাসিক শিক্ষক লিটন বরুন শিকদার বলেন, ‘পাম্পটি ভবনের বাহিরে হওয়ায় এ ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সঠিক দায়িত্ব পালন করলে এ ঘটনাটি ঘটতোনা। আমরা হল প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার বরাবর বিষয়টি অবহিত করেছি। পাশাপাশি ইবি থানায় ও অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও থানা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ‘এটার জন্য থানায় জিডি করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’
×