ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করে না ॥ নুরুল হুদা

প্রকাশিত: ২১:২২, ২৪ সেপ্টেম্বর ২০২০

নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করে না ॥ নুরুল হুদা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৩ সেপ্টেম্বর ॥ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সকল ব্যবস্থা নেবে কমিশন। বুধবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত কোন প্রার্থী প্রশাসন বা কারও বিরুদ্ধে কোন ধরনের পক্ষপাতিত্ব বা অনিয়মের কোন অভিযোগ করেনি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোন সংসদ সদস্য বা সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কেউ কোন প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে সভা সমাবেশ করেছে তারও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা সভায় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, জেলা প্রশাসক কবির মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ উপস্থিত ছিলেন। এদিকে ঈশ^রদী থেকে স্টাফ রিপোর্টার জানান, বুধবার বিকেলে বাংলাদেশ সুগারক্রপস গবেষণা ইনষ্টিটিউট মিলনায়তনে পাবনা-৪ (ঈশ^রদী-আটঘরিয়া) আসনের নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,প্রধান নির্বাচন কমিশনার কে.এম.নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর হোসেন। পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কবীর মাহমুদের সভাপতিত্বে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম ও সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল লতিফ বক্তব্য দেন।
×