ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুঃসময় কেটে যাক

প্রকাশিত: ২১:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২০

দুঃসময় কেটে যাক

একটি দেশের অর্থনৈতিক মানদণ্ড দিয়ে সে দেশটি উন্নত, উন্নয়নশীল নাকি অনুন্নত তা বিবেচনা করা হয়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। অর্থনৈতিক ভান্ডার সমৃদ্ধ করতে বিভিন্ন খাত থেকে অর্থের যোগান প্রয়োজন হয়। এক্ষেত্রে রেমিট্যান্স খাত গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলছে। বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতি ধারণ করায় বেশির ভাগ দেশেরই অর্থনীতির চরম বিপর্যয় নেমে এসেছে। অনুন্নত এবং উন্নয়নশীল দেশে এর প্রভাব তীব্র আকারে প্রকাশ পাচ্ছে। করোনা ভাইরাসের কারণে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বর্তমানে সারা পৃথিবীর ১৬৯ টি দেশে বাংলাদেশের প্রায় ১ কোটি ২২ লক্ষ প্রবাসী কর্মরত রয়েছেন। প্রতি বছর প্রায় ২২ লাখ কর্মপ্রত্যাশী দেশের শ্রমবাজারে যুক্ত হচ্ছে। সেখান থেকে প্রায় সাড়ে ৭ লাখ কাজের সন্ধানে প্রবাসে গমন করে। বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের পূর্বে বিভিন্ন দেশে এই ভাইরাসটি হানা দেয়। ইতালি, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, চীন প্রভৃতি দেশে। এতে একদিকে যেমন ওই দেশগুলো প্রবাসী শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় আবার অনেক প্রবাসী কর্মী চাকরিচ্যুতও হতে থাকে। এতে প্রবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদেশ ফেরত প্রবাসীরা একদিকে যেমন কর্মহীন অবস্থায় দেশে চরম বিপাকে দিন কাটাচ্ছেন আবার বিদেশে গিয়ে চাকরি পাবেন কি না তাও অনিশ্চিত। তারা এক পর্যায়ে মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ছেন। অন্যদিকে বিদেশে অবস্থানরত শ্রমিকরাও চাকরি হারিয়ে দেশে ফেরার অপেক্ষায় আছেন। তারা অনিশ্চিত ভাগ্য নিয়ে দোটানায় পড়ে আছেন। বাংলাদেশের অর্থনীতিতে জিডিপিতে প্রবাসী আয়ের অংশ৫.৮ (২০১৯), করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০২০ সালে বাংলাদেশের প্রবাসী আয় কমে ১ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে নেমে আসতে পারে। যা গত বছরের তুলনায় ২৫%কম। আবার সৌদি আরব বাংলাদেশের দূতাবাস ঢাকায় পাঠানো এক চিঠিতে জানিয়েছে আগামী ৩ বছরে ১০ লাখ লোক চাকরিচ্যুত হতে পারে। এই সব কিছু নিয়ে প্রবাসীরা চরম হুমকির মধ্যে আছেন। অন্যদিকে বিদেশে যাওয়া যাদের চূড়ান্ত ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে যেতে সক্ষম হন নি তারা পরবর্তীকালে বিদেশে গমন এবং টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় আছেন। আমরা যেমন দেশে থেকে দেশের জন্য কাজ করতে পারি তেমনি প্রবাসীরাও অন্যদেশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে উন্নতির জন্য রেমিট্যান্স যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বর্তমানে তারা অভাবনীয় বিপাকে পড়েছেন। তাই সর্বোত্তম উপায়ে তাদের সাহায্য করা কর্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
×