ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালী পৌরসভার শত কোটি টাকার দূর্নীতি তদন্তে আজ থেকে মাঠে নামছে দুদক

প্রকাশিত: ২১:০০, ২৩ সেপ্টেম্বর ২০২০

পটুয়াখালী পৌরসভার শত কোটি টাকার দূর্নীতি তদন্তে আজ থেকে মাঠে নামছে দুদক

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ডাঃ শফিকুল ইসলামের মেয়াদে শহরের বিভিন্ন উন্নয়ণ কাজে অনিয়ম, কাজ না করে বিল উত্তোলন এবং নিম্মমানের কাজ করার বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ওয়াজেদ গাজী এই তদন্তের দায়িত্বে রয়েছেন। অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে প্রকল্প সমূহ পরিমাপ করতে তারিখ নির্ধারন করা হয়েছে বলে দুদুকের তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগীতা করার জন্য পটুয়াখালীর বর্তমান পৌর মেয়রকে দুদকের পক্ষ থেকে চিঠি দিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, ২৪ সেরপ্টম্বর থেকে দুদকের গঠিত প্রকৌশল কমিটি বিভিন্ন প্রকল্পের পরিমাপসহ প্রয়োজনীয় কাজ করবেন। এ জন্য সার্বিক সহযোগীতা করতে পৌর সভার সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান পৌর মেয়র।
×