ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ৯২০ ফুট অবৈধ গ্যাসের পাইপ অপসারণ

প্রকাশিত: ২০:২৮, ২৩ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জে ৯২০ ফুট অবৈধ গ্যাসের পাইপ অপসারণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। এ সময় ৪টি অবৈধ গ্যাস সংযোগ বন্ধসহ ৯২০ ফুট গ্যাসের অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত দুই অবৈধ সংযোগকারিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। বুধবার দিনভর এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে ৯২০ ফুট গ্যাসের অবৈধ পাইপ অপসারণ করা হয়। এছাড়াও ৪টি অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। একটি মশার কয়েক কারখানায় অবৈধ গ্যাস লাইন ব্যবহারের কারণে ২০ হাজার জরিমানা ও আরেক অবৈধ ব্যবহারকারকে ১০ হাজার জরিমানা করা হয়। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলমান থাকবে।
×