ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়ায় ২'শ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশিত: ১৬:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

তেঁতুলিয়ায় ২'শ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ভাদ্রমাসের ভ্যাপসা গরমের পর আশ্বিনের শুরু থেকেই পঞ্চগড়ে দেখা দিয়েছে বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে। আশ্বিনের বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি জনজীবন স্থবিরতাও নেমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার দুপুর ১২ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২'শ ৮ মিলিমিটার। তবে একই দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে। তবে এর মাঝে কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মুষলধারে বৃষ্টিপাত হবে। এদিকে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিষ্টিতে চরম বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষের। কিছু সংখ্যাক লোক নিত্যপ্রয়োজনীয় জিনিস নিতে বের হলেও অনেকেই বৃষ্টির কারণে ঘর থেকে বের হয় নি। এতে প্রায় জনশূন্যে পরিণত হয়েছে বিভিন্ন ব্যাস্ততম রাস্তা ও বাজার।
×