ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাটহাজারী মাদ্রাসায় আরো ২ শিক্ষককে অব্যাহতি, পুনর্বহাল ৪

প্রকাশিত: ১২:২১, ২৩ সেপ্টেম্বর ২০২০

হাটহাজারী মাদ্রাসায় আরো ২ শিক্ষককে অব্যাহতি, পুনর্বহাল ৪

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় আরো দুই শিক্ষককে অব্যাহতি ও চারজনকে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার রাতে মাদ্রাসার মজলিসে এদারী (পরিচালনা কমিটি) ও মজলিসে এলমি (শিক্ষা পরিচালনা কমিটি) শুরা কমিটির গৃহীত পূর্ব ঘোষণা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়। এটি আন্দোলনকারী ছাত্রদের পাঁচ দাবির একটি। অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন- মাওলানা মোহাম্মদ উসমান ও মাওলানা তকি উদ্দিন আজিজ। মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী থাকাকালীন এ দুজনকে নিয়োগ দেয়া হয়েছিল। পুনর্বহাল হওয়া চার শিক্ষক হলেন- মাওলানা আনোয়ার শাহ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মোহাম্মদ হাসান ও মাওলানা মনসুর। আহমদ শফী থাকাকালীন তাঁদেরকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।মাদ্রাসা থেকে মঙ্গলবার প্রাপ্ত তথ্যে এ খবর জানা গেছে। পাঁচ দফা দাবিতে ছাত্রদের বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার রাতে মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আহমদ শফী। একই সঙ্গে তাঁর ছেলে আনাস মাদানীকে মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। শুরা কমিটির সিদ্ধান্তের পর বর্তমানে মাদ্রাসার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়েছে।
×