ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেকৃবি রেজিস্ট্রারকে ভিসির রুটিন দায়িত্ব পালনের আদেশের নিন্দা জবি শিক্ষক সমিতির

প্রকাশিত: ০০:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২০

শেকৃবি রেজিস্ট্রারকে ভিসির রুটিন দায়িত্ব পালনের আদেশের নিন্দা জবি শিক্ষক সমিতির

জবি সংবাদদাতা ॥ একজন প্রশাসনিক কর্মকর্তাকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ্ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। জবি শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার বিচক্ষণ নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাচ্ছেন, ঠিক তখন একটি মহল তার অর্জনকে প্রশ্নবিদ্ধ এবং তাদের অসাধু উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের নিয়োগাদেশ প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করবার অপচেষ্টায় লিপ্ত। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একজন প্রশাসনিক কর্মকর্তাকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করার আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই নিয়োগাদেশ বাতিল এবং প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে জবি শিক্ষক সমিতি।
×