ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক কমিশনার রাজিবের জামিন হয়নি

প্রকাশিত: ০০:০২, ২৩ সেপ্টেম্বর ২০২০

সাবেক কমিশনার রাজিবের জামিন হয়নি

স্টাফ রিপোর্টার ॥ টং দোকানি থেকে কোটিপতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৩নং ওয়ার্ডের (মোহাম্মদপুর) সাবেক কমিশনার তারেকুজ্জামান রাজিব জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পাননি। তবে জামিন কেন দেয়া হবে না সেই মর্মে চার সপ্তাহের রুল প্রদান করেছে হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশিদ আলম খান ও শাহীন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী এ্যাটর্নি মাহজাবিন রাব্বানী দীপা। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী শিউলি খানম ও এম. ফেরদৌস আল বশির। এর আগে ৬ ফেব্রুয়ারি এ মামলায় তার জামিন আবেদন খারিজ করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত। সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ হেফাজতে ইসলামের সদ্যপ্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে নারায়ণগঞ্জে গ্রেফতার আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা। এ সময় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে তার মুক্তির দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার দুপুরে তারা এ অবরোধ করে বিক্ষোভ করেন। গ্রেফতারকৃত মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দরা মঙ্গলবার নগরীর চাষাঢ়ার বালুর মাঠে প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে মিছিল নিয়ে চানমারী এলাকায় আসে।
×