ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রয়োগের আহ্বান ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ০০:০১, ২৩ সেপ্টেম্বর ২০২০

কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রয়োগের আহ্বান ওয়ার্কার্স পার্টির

স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রমণ পরিস্থিতির বর্তমান অবস্থায় সারাদেশে স্বাস্থ্যবিধি সম্পর্কিত বিষয়াবলী কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। ইতোমধ্যে সেই লক্ষ্যে জনগণকে মাস্ক পরিধান, করোনা পরীক্ষা ও সঙ্গনিরোধ সম্পর্কে সচেতন করতে পার্টির প্রতিটি ইউনিটকে করোনা সংক্রমণের প্রথম পর্যায়ের মতো স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে এ সংক্রান্ত প্রচারাভিযান ও জনগণকে উদ্বুদ্ধ করার কাজ চালাতে নির্দেশ দেয়া হয়েছে। পার্টি ইতোমধ্যেই জনগণের মধ্যে মাস্ক বিতরণের কর্মসূচী গ্রহণ করেছে। মঙ্গলবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর দু’দিনের ভার্চুয়াল বৈঠকের এসব সিদ্ধান্ত প্রকাশ করা হয়। পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রস্তাবে বলা হয়, এ ব্যাপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গা ছাড়াভাব, উদ্যোগহীনতা, পরামর্শক কমিটির পরামর্শ উপেক্ষা জনগণের মধ্যে অনীহাভাবের জন্ম দিয়েছে।
×