ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের ব্যখ্যা

প্রকাশিত: ২৩:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

প্রকাশিত সংবাদের ব্যখ্যা

গত সোমবার ‘দৈনিক জনকণ্ঠে’ ‘ওয়াসায় উত্তেজনা ॥ তাকসিমকে ফের এমডি নিয়োগের প্রস্তাবে ক্ষোভ’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ) সভাপতি মোঃ আনিসুজ্জামান শাহীন ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খান। তাদের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, আমাদের সিবিএর রেজিঃ নং ২৫২২। প্রকাশিত সংবাদে সঙ্গে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। তাছাড়া ২০ সেপ্টেম্বর কোনরূপ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেনি। জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ইউনিয়ন হিসেবে সরকার তথা সংস্থা প্রধানের সম্পর্কে কোন রকম বিরূপ মন্তব্য করার প্রশ্নই আসে না। একটি মহল ষড়যন্ত্র করে এ ধরনের বক্তব্য প্রচার করেছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ওই মহলটি আওয়ামী লীগবিরোধী বলে আমরা মনে করি। যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে পত্রিকায় ছাপা সংবাদের প্রতিবাদ করছি। অন্যদিকে ঢাকা ওয়াসার শ্রমিক ইউনিয়ন (সিবিএ) আরও একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আশকার ইবনে শায়েখ খাজা স্বাক্ষরিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। তিনি তার প্রতিবাদলিপিতে উল্লেখ করেছেন মোঃ আনিসুজ্জামান শাহীন ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খান সভাপতি সম্পাদক তো দূরের কথা, তারা সাধারণ সদস্যও নন। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ওয়াসা ভবনে কোন প্রকার মিটিং ও পুলিশ মোতায়েন, মহড়া এ জাতীয় কোন ঘটনা ঘটেনি। আমাদের রেজিঃ নং ২৫২২। দুই সিবিএ’র একই রেজিস্ট্রেশন নম্বর কিভাবে হয় তা তিনি উল্লেখ করেননি।
×