ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৫৬ জন

প্রকাশিত: ২৩:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৫৬ জন

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৫৬ জন। এছাড়া গাইবান্ধায় সাতজন, ঝালকাঠিতে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার এসব তথ্য জানা গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৫৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৩৭৭। মৃত্যু হয়েছে আরও একজনের। জেলায় মোট মৃতের সংখ্যা ২৮৬। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সাত শতাংশের কিছু বেশি। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী আগের দিন সোমবার নমুনা পরীক্ষা হয়েছে ৭৯১, যার মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৬। করোনাভাইরাসে আক্রান্তের হার সাত দশমিক শূন্য সাত শতাংশ। জেলায় আক্রান্ত মোট ১৮ হাজার ৩৭৭ জনের মধ্যে ১৩ হাজার ১৪৫ জন মহানগর এলাকার। বাকি পাঁচ হাজার ২৩২ জন বিভিন্ন উপজেলার। তবে এরমধ্যে ১৪ হাজার ৭১৮ জন সুস্থ হয়ে গেছেন। এদিন চট্টগ্রামে মৃত্যু হয়েছে আরও একজনের। সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি জানান, সোমবার সাতটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে। ঝালকাঠি ॥ ঝালকাঠিতে রবিবার পর্যন্ত একজন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৬৯০ জন আক্রান্ত হল। ঝালকাঠির চারটি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৫৫ জন, নলছিটিতে ১৪২ জন, রাজাপুরে ২১৫ জন ও কাঁঠালিয়ায় ৭৮ জন। জেলায় এ পর্যন্ত তিন হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে তিন হাজার ৬১৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টে ৬৯০ জনের পজিটিভ এবং দুই হাজার ৭৯০ জনের নেগেটিভ পাওয়া যায়। বাতিল হয়েছে ৩৬। সুস্থ হয়েছেন ৪৯৯ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৭২ জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছে দুজন। ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এসব তথ্য দিয়েছেন। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার নতুন করে আরও সাতজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৪৩ জন। এদিকে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ জন। জেলার সাতটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২৮ জন।
×