ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে সংঘর্ষে নিহত ৭৪

প্রকাশিত: ২৩:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২০

আফগানিস্তানে সংঘর্ষে নিহত ৭৪

আফগান নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে তালেবান যোদ্ধাদের লড়াইয়ের ঘটনায় ৭৪ জন নিহত হয়েছে। আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন সোমবার রাতভর চলা এই সংঘর্ষে আরও বহু লোক আহত হয়েছে। ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় সরকারী প্রতিনিধি দলের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা শুরু হওয়ার পর দুই পক্ষের মধ্যে সবচেয়ে রক্তাক্ত লড়াইয়ের দিন ছিল এটি। এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে মধ্যাঞ্চলীয় উরজগান প্রদেশে। এখানে তালেবান যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর চেকপয়েন্টগুলোতে হামলা চালিয়ে আফগান নিরাপত্তা বাহিনীর ২৪ সদস্যকে হত্যা করেছে বলে প্রদেশটির ডেপুটি গবর্নর সৈয়দ মোহাম্মদ সাদাত জানিয়েছেন। দোহায় আলোচনার এক সপ্তাহেরও বেশি সময় পার হওয়ার পরও অগ্রগতি সামান্য, বিশেষ করে যুদ্ধবিরতির বিষয়ে। অনেক দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও তালেবান তা প্রত্যাখ্যান করেছে। -বিবিসি
×