ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একমাসে সর্বনিম্ন সংক্রমণ ভারতে

প্রকাশিত: ২৩:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

একমাসে সর্বনিম্ন সংক্রমণ ভারতে

জনকণ্ঠ ডেস্ক ॥ নোভেল করোনাভাইরাসের প্রকোপে শুরু নাকাল হলেও ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে বিশ্ব। একইসঙ্গে শুরু হয়েছে জীবন ও জীবকাও। এদিকে জরিপ সংস্থা ওয়াল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৭২ হাজার ৪৩৫ জন। আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৬ লাখ ৬৮ হাজার ১৩৪ জন। সুস্থ হয়েছেন দুই কোটি ৩২ লাখ ৬০ হাজার ৩৭৭ জন। খবর সিএনএন, বিবিসি, রয়টার্স, আলজাজিরা, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও সিনহুয়ার। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৭৫ হাজার ৮৩ জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নতুন এই আক্রান্তের সংখ্যা এক মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন এক হাজার ৫৩ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ৮৮ হাজার ৯৩৫ জনে পৌঁছেছে। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থ হয়েছেন অনেক বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, সোমবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৫ হাজার ৮৩ জন; বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১ হাজার ৪৬৮ জন। দেশটিতে একদিনে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। টানা চতুর্থদিনের মতো সংক্রমিত রোগী শনাক্তের চেয়ে সুস্থ হয়ে উঠেছেন বেশি। বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয়স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৪ জন। বাড়িতে থেকে কাজ করবেন যুক্তরাজ্যের নাগরিকরা ॥ দেশটিতে করোনাভাইরাসের দ্বিতীয় দফা ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ রোধে অফিসের পরিবর্তে বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা পরিস্থিতি নিয়ে জনসন মঙ্গলবার মন্ত্রিসভার সঙ্গে জরুরী বৈঠকে বসবেন। মাত্র কয়েক সপ্তাহ আগে নাগরিকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছিলেন জনসন। গত সপ্তাহ থেকে যুক্তরাজ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন তিনি তাদের বাড়ি থেকে কাজ করার আহ্বান জানাচ্ছেন। মন্ত্রিসভা দফতরের মন্ত্রী মিশাল গভ বলেন, ‘পরিবর্তনের ওপর জোর দেয়া হচ্ছে। লোকজনের পক্ষে সম্ভব হলে তারা যেন বাড়ি থেকে কাজ করেন, আমরা এটা করতে তাদের উৎসাহিত করছি।’ তিনি জানান, উৎপাদন, নির্মাণ ও খুচরা পণ্য বিক্রির সঙ্গে সম্পৃক্তদের সহ যাদের পক্ষে বাড়িতে থেকে কাজ করা সম্ভব নয়, তাদের কর্মস্থলে কোভিড-১৯ নিরাপত্তা বিধি মেনে কাজ করতে হবে। এছাড়া স্কুলগুলো খোলা থাকবে। যুক্তরাজ্যে এ পর্যন্ত ৩ লাখ ৯৪ হাজার ২৫৭ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪১ হাজার ৭৭৭ জন।
×