ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মসজিদে বিস্ফোরণ ॥ দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ২৩:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২০

মসজিদে বিস্ফোরণ ॥ দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতলা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোঃ সিফাত (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সিফাত মারা যায়। এ নিয়ে মসজিদের বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যু হলো। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডি পুলিশের হাতে গ্রেফতার হওয়া স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রি মোবারক হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দী দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান। মসজিদে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগে স্থানীয় মিস্ত্রি মোবারককে সিআইডি পুলিশ গ্রেফতার করে। অপরদিকে একই মামলায় সাময়িকভাবে বরখাস্ত হওয়া গ্রেফতারকৃত তিতাসের চার প্রকৌশলীসহ ৮ কর্মকর্তা-কর্মচারী দুইদিনের রিমান্ড শেষে সোমবার আদালত তাদের জামিন মঞ্জুর করলে আসামিরা কারামুক্ত হন।
×