ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যায়াম করলে পুরস্কার

প্রকাশিত: ২২:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

ব্যায়াম করলে পুরস্কার

এ্যাপল ওয়াচের মাধ্যমে ব্যায়াম করলে নাগরিকদের আর্থিকভাবে পুরস্কৃত করবে সিঙ্গাপুর সরকার। দেশটির সরকারের সঙ্গে এ্যাপলের নতুন এক অংশীদারিত্বের অংশ এটি। এ্যাপল চাইছে সিঙ্গাপুরে নিজেদের এই ওয়াচের চাহিদা বাড়াতে এবং সবার কাছে ছড়িয়ে দিতে। সে লক্ষ্যেই সিঙ্গাপুর সরকারের সঙ্গে জোট বেঁধেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার দেশটির সরকার জানিয়েছে, ব্যায়ামের কাজে এ্যাপল ওয়াচের জন্য ডিজাইন করা নতুন স্বাস্থ্য এ্যাপ ব্যবহার করলে শত শত ডলার পুরস্কার দেয়া হবে বাসিন্দাদের। এক বিবৃতিতে এ্যাপল এ অংশীদারিত্বকে ‘এ রকম ধারার প্রথম’ বলে অভিহিত করেছে। এ্যাপল ওয়াচের স্বাস্থ্য এ্যাপটি ব্যবহারকারীদের প্রতি সপ্তাহে কিছু সুনির্দিষ্ট ব্যায়াম করতে বলবে। এ রকম ব্যায়ামের মধ্যে রয়েছে হাঁটা, সাঁতার, যোগ ব্যায়াম ইত্যাদি। স্বাস্থ্যগত চেক এ্যাপ করার কথাও ব্যবহারকারীদের মনে করিয়ে দেবে এ্যাপটি। লক্ষ্য পূরণ করে ব্যবহারকারীরা সিঙ্গাপুর সরকারের কাছ থেকে ৩৮০ সিঙ্গাপুর ডলার জিতে নিতে পারবেন। এ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস বলেন, সিঙ্গাপুরে বিশ্বের নেতৃত্বধীন স্বাস্থ্যসেবা রয়েছে। আমরা তাদের সঙ্গে অংশীদারিত্বে যেতে পেরে আনন্দিত। দেশটিতে সম্প্রতি ভাসমান এ্যাপল স্টোর উদ্বোধন করেছে এ্যাপল। এটি এ্যাপলের তৃতীয় বিক্রয়কেন্দ্র। -ওয়েবসাইট
×