ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত

প্রকাশিত: ২১:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২০

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২২ সেপ্টেম্বর ॥ সড়ক দুর্র্ঘটনায় মা ও তার শিশু-সন্তান নিহত ও পরিবারের তিন সদস্য আহত হয়েছে। সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মা মীরা বেগম (৩৫) কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসী গ্রামের রফিক কাজীর স্ত্রী। পুলিশ জানিয়েছে, মীরা বেগম তার ৯ মাসের শিশু-সন্তান ওয়ালিদসহ পরিবারের সদস্যদের নিয়ে কাশিয়ানীর তিলছড়া গ্রামের বাবার বাড়ি থেকে স্বামীর ইজিবাইকযোগে ফলসী গ্রামে শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী একটি লোকাল বাস পেছন থেকে চাপা দিলে ওয়ালিদ রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং মীরা বেগম, স্বামী রফিক কাজী (৪০), মেয়ে জামিলা (৩) এবং ভাশুরের মেয়ে শোভা (৪) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীরা বেগমকে মৃত ঘোষণা করেন। সোনারগাঁয়ে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা সোনারগাঁ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় নুরী বেগম (৬৫) নামের এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত ব্যক্তি পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার নায়েব আলীর মেয়ে।
×