ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে রাইস মিলে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২১:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২০

বরিশালে রাইস মিলে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের ভাই ভাই নামের একটি রাইস মিলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে মিলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মিলের সর্বত্র ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মিলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। জানা যায়, মিলটিতে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। করিমগঞ্জে লিজন হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ সেপ্টেম্বর ॥ জেলার করিমগঞ্জে লিজন হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুুরে উপজেলার কিশোরগঞ্জ-মরিচখালী সড়কের গুণধর বাজারে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত লিজনের স্বজন ছাড়াও এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়। এ সময় বিক্ষুব্ধরা বলেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও লিজন হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শেষে বিক্ষুব্ধরা রাস্তা অবরোধ করে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেছে। প্রসঙ্গত উপজেলার গুণধর কাদিম মাইজহাটি গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে লিজন রাজধানীর একটি জুতার কারখানার শ্রমিক ছিলেন। গত ১৬ সেপ্টেম্বর সকালে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন।
×