ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেক আইডি খুলে প্রতারণা ॥ নারী জনপ্রতিনিধিসহ গ্রেফতার দুই

প্রকাশিত: ২১:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২০

ফেক আইডি খুলে প্রতারণা ॥ নারী জনপ্রতিনিধিসহ গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিআইজি ও পুলিশ সুপারসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়া চক্রের প্রধানসহ জনপ্রতিনিধি এক নারী সহযোগীকে গ্রেফতার করেছে নীলফামারী ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান। গ্রেফতারকৃতরা হলো নিয়ামতপুর উপজেলার রসুলপুর চৌরাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে প্রতারক চক্রের প্রধান মোস্তাফিজুর রহমান ওরফে বাবু ওরফে নীরব (৩৫) ও দিনাজপুরের কাহারোল উপজেলার সরঞ্জা গ্রামের মৃত আব্দুর রশীদের মেয়ে এবং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুফিয়া বেগম (৪৫)। পুলিশ সুপার জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের শুঁটকির মোড় থেকে প্রতারক চক্রের প্রধান মোস্তাফিজুর রহমান ওরফে বাবু ওরফে নীরবকে (৩৫) গ্রেফতার করা হয়। মোস্তাফিজুরের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে তার চাচাত বোন সুফিয়া বেগমকে দিনাজপুরের কাহারোল থেকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানের নামে ফেসবুকে ভুয়া এ্যাকাউন্ট খুলেন। এরপর ১২ সেপ্টেম্বর খুলনা ও যশোর জেলার বিভিন্ন মানুষকে ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে মামলার হুমকি দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে।
×