ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত

প্রকাশিত: ২১:২৪, ২৩ সেপ্টেম্বর ২০২০

জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সদরের ভারুয়াখালীতে জামাইর ছুরিকাঘাতে খুন হয়েছেন শ^শুর নুর কবির। ঘটনায় ছুরিকাহত শাশুড়ি নুরজাহান বেগমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাত ২টায় মশরফ পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত নুর কবির পেশায় কাঠমিস্ত্রি। জামাতা একই ইউনিয়নের বানিয়াপাড়ার আমির হোসেনের ছেলে মিজানুর রহমান পালিয়ে গেছে। জানা যায়, মিজানুর রহমান প্রবাসে ছিল। দেশে ফিরে বউকে দেয়া ৭ ভরি স্বর্ণ বিক্রি করে দেয়। এগুলো শেষ হলে স্ত্রীকে বাপের বাড়ি হতে টাকা এনে দেয়ার জন্য নির্যাতন করতে থাকে। নির্যাতন সইতে না পেরে জেরিন আক্তার তার পিতার নিকট থেকে ১ লাখ টাকা এনে দেয়। এরই মধ্যে মাদকসেবন ও জুয়ার আসরে মেতে উঠে মিজান। আবারও বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। স্ত্রীকে বেদম মারধর করে। নিরুপায় হয়ে বাপের বাড়ি চলে যায় জেরিন। তাতে সে ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে বাড়িতে ঢুকে শ্বশুরকে ছুরিকাঘাত করে। মেম্বার ফজলুল হক জানিয়েছেন, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে বাপের বাড়িতে চলে যায় স্ত্রী জেরিন। কৌশলে সেখানে গিয়ে শ্বশুরকে খুন করে জামাই মিজানুর রহমান। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, নুর কবিরের মেয়ে জেরিন আক্তারের সঙ্গে দেড় বছর আগে মিজানুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। স্থানীয়রা শ^শুর ও শাশুড়িকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে রাত ৩ টায় নুর কবির মারা যান। শাশুড়ি নুরজাহান বেগমের সারা শরীরে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বগুড়ায় ভাতিজার হাতে চাচা স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস থেকে জানান, ধুনটের খাদুলি গ্রামে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন। তার নাম শফিকুল ইসলাম (৫৫)। সোমবার গভীর রাতে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, গ্রামে দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বাগবিতণ্ডার এক পর্যায়ে শফিকুলের ভাই হাবিবুর রহমানের ছেলে পিয়াস হোসন লঠি দিয়ে তার চাচার মাথায় আঘাত করে। নোয়াখালীতে দুই নারীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদাতা নোয়াখালী থেকে জানান, দ্বীপ উপজেলা হাতিয়ায় খাল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের পূর্ব রহমত পুর কেরিং চর খালের মুখ থেকে (২৫) বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে জোয়ারের পানিতে ভেসে অজ্ঞাত মরদেহটি এখানে এসেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। অপর দিকে, চাটখিলে গলায় ফাঁস দিয়ে আখি আলমগীর (১৩) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তবে তাৎক্ষণিক আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি পুলিশ। সোমবার রাত ৮টায় নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভাণ্ডারিয়ায় যুবক নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, ভাণ্ডারিয়ায় মঙ্গলবার দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্থানীয় পৈকখালী বাজারের পশ্চিম দিকে হামেদ ডিলারের বাড়ি লাগোয়া খালে বিবস্ত্র মস্তকবিহীন (৪০) বছরের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। স্থানীয় চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরী জানান, লাশের বাম হাতের রগ কাটা, মাথা নেই এবং বিবস্ত্র। স্থানীয়রা লাশ খালে ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে।
×