ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ২১:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর উত্তর আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উচ্ছেদ হয়েছে ৩শ’ অবৈধ স্থাপনা। এতে উদ্ধার হয়েছে তিন একর ভূমি। মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অথরাইজড অফিসার গৌতম বাড়ৈ এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন বন্দরের এস্টেট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা। পুলিশ ও আনসারের সহায়তায় অভিযান পরিচালিত হয়। সংরক্ষিত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বন্দর চ্যানেলে জায়গা দখল এবং দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কর্তৃপক্ষের নিয়মত অভিযান পরিচালিত হচ্ছে।
×