ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমন খেতে বিষ প্রয়োগ

নওগাঁয় ফসল বিনষ্টকারীদের শাস্তি দাবি

প্রকাশিত: ২১:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২০

নওগাঁয় ফসল বিনষ্টকারীদের শাস্তি দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ সেপ্টেম্বর ॥ বদলগাছী উপজেলার উত্তর চকবেনী গ্রামে আদিবাসীদের রোপণকৃত ৮ বিঘা রোপা আমন ধানে বিষ প্রয়োগে ফসল বিনষ্টকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ জেলার সব আদিবাসীর নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা জাতীয় আদিবাসী পরিষদ। মঙ্গলবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে জেলা জাতীয় আদিবাসী পরিষদের আহ্বায়ক নরেন চন্দ্র পাহানের সভাপতিত্বে কেন্দ্রীয় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নুল আবেদীন মুকুল ও শহীদ হাসান সিদ্দিকী স্বপনসহ আদিবাসী নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে আদিবাসীদের রোপণকৃত ৮ বিঘা রোপা আমন ধানে বিষ প্রয়োগে ফসল বিনষ্টকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ জেলার সব আদিবাসীর নিরাপত্তার দাবি জানান। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
×