ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোয়াইনঘাটে ৮ বন্যা আশ্রয় কেন্দ্রের কাজ চলছে

প্রকাশিত: ২১:১৮, ২৩ সেপ্টেম্বর ২০২০

গোয়াইনঘাটে ৮ বন্যা আশ্রয় কেন্দ্রের কাজ চলছে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোয়াইনঘাট উপজেলায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৮টি বন্যা আশ্রয় কেন্দ্র বাস্তবায়ন কাজ চলছে। ২০১৮-২০১৯ অর্থবছর থেকে এসব কেন্দ্রের কাজ শুরু হলেও সবকটির কাজ শেষ হতে ২০২২ সালের জুন মাস পর্যন্ত সময় লাগবে। এগুলো নির্মিত হলে দুর্যোগকালীন বিপদাপন্ন মানুষ ও তাদের গুরুত্বপূর্ণ সম্পদ এবং প্রাণী সম্পদের সুরক্ষা দেয়া সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, ‘বন্যাপ্রবণ ও নদীভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটির আওতায় গোয়াইনঘাটে ৮টি বন্যা আশ্রয় কেন্দ্র বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। উপজেলার আলীরগাঁও ইউনিয়নের আলহাজ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে, নন্দীরগাঁও ইউনিয়নের দশগাঁও নয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রকল্পগুলোর কাজ চলছে। এছাড়া রুস্তমপুর ইউনিয়নের কুপার বাজার উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের কাজের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলার বন্যাপ্রবণ ও নদীভাঙ্গন এলাকায় দুর্যোগকালীন আক্রান্ত মানুষের জীবন, প্রাণী সম্পদ ও অন্যান্য সম্পদ রক্ষার পাশাপাশি প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে বহুমুখী ব্যবহারের উপযোগী এবং প্রকল্প এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের উন্নত পরিবেশে শিক্ষালাভের সুযোগ সৃষ্টি হবে।
×