ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উখিয়ায় পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, গ্রাহক ভোগান্তি

প্রকাশিত: ২১:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২০

উখিয়ায় পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, গ্রাহক ভোগান্তি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় পল্লী বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় জনগণ। প্রতিদিনের লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে এতদ্বঅঞ্চলের মানুষের স্বাভাবিক জীবন। লোডশেডিংয়ের নামে প্রতিদিনই চলছে বিদ্যুতের ভেল্কিবাজি। অনেক সময় সকাল সন্ধ্যা বিদ্যুতের দেখা মেলেনা। বিদ্যুত বন্ধের প্রচার না থাকায় সাধারণ মানুষ পড়েছে নানা বিপাকে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, উখিয়ার কতিপয় পল্লী বিদ্যুত কর্মকর্তা গ্রাহকসেবাকে গুরুত্ব না দিয়ে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যকে বেশি প্রাধান্য দিচ্ছে। টাকা ছাড়া কোন কাজই হয় না। কক্সবাজার জোনাল অফিস উখিয়া পল্লী বিদ্যুত সমিতির রয়েছে একাধিক দালাল। দালালের মাধ্যমে অবৈধ লেনদেন হয় বলে ভুক্তভোগী গ্রাহকরা জানিয়েছেন। কাজি জসিম উদ্দিন বলেন, বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় আমরা অতিষ্ঠ জীবন যাপন করছি। একদিকে ভ্যাঁপসা গরম অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত না থাকায় অসুস্থ ব্যক্তি ও শিশুদের খুব কষ্ট হচ্ছে। রাজাপালং এলাকার মোহাম্মদ ইসলাম বলেন, লো ভোল্টেজের কারণে আমার বাসার মোটর নষ্ট হয়ে গেছে। উখিয়াতে লাইন রক্ষণাবেক্ষণে পল্লী বিদ্যুতের দায়িত্বহীনতার সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতহীন হয়ে ভোগান্তি পোহাতে হয় গ্রাহকদের। জনসাধারণকে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ না করলে হয়ত জনগণ ফুঁসে উঠবে। তখন সামাল দিতে পারবে না। নুর মোহাম্মদ সিকদার বলেন, বিদ্যুত কর্তৃপক্ষের ইচ্ছামত চলছে এখানের বিদ্যুত ব্যবস্থা। সাধারণ গ্রাহকের দুর্ভোগের বিষয়টি বিদ্যুত কর্তৃপক্ষ মোটেই আমলে নিচ্ছে না। ঘন ঘন বিদ্যুত যাওয়া-আসায় সাধারণ মানুষ পড়েছে নানা বিপাকে। পালংখালীর চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন, প্রচ- গরমে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে উখিয়াবাসী। সরকার প্রতিবছর কোটি কোটি টাকা বিদ্যুত খাতে বরাদ্দ দিচ্ছে কিন্তু অসাধু কর্মকর্তাদের দুর্নীতির ফলে জনগণের এই ভোগান্তি। ফলে সরকারেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় সাধারণ মানুষের কষ্ট চরম পর্যায়ে পৌঁছেছে। এই গরমে বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হলে সাধারণ জনগণ দিন দিন ফুঁসে উঠবে। পূর্ব দরগাহ বিল গ্রামের মুহাম্মদ হানিফ আজাদ বলেন, ১২৬ টাকার বিলের মধ্যে অফিস ৬১০ টাকা বিল নিয়েছে। মনগড়া বিলের কারণে শত শত গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছে। উখিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম গোলাম সরোয়ার মোর্শেদ বলেন, কিছু ক্ষেত্রে অফিসে কর্মচারীরা মনগড়া বিল করায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
×