ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে যাত্রী বেশে ডাকাতি, অস্ত্রসহ ৫ ডাকাত আটক

প্রকাশিত: ১৮:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২০

গাজীপুরে যাত্রী বেশে ডাকাতি, অস্ত্রসহ ৫ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে যাত্রী বেশে চালককে কুপিয়ে অটোরিকশা নিয়ে পালানোর সময় ৫ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলো- ময়মনসিংহের হালুয়াঘাট থানার আতোয়াজঙ্গল এলাকার গোলাম মোহাম্মদের ছেলে আব্দুল্লাহ আল ফয়সাল (১৯), একই জেলার গৌরিপুর থানার সাহাগঞ্জ এলাকার হারুন অর রশিদের ছেলে মেহেদী হাসান মোস্তাকিম (১৮), গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা পলাশটেক এলাকার আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন (১৮), টাঙ্গাইলের নাগরপুর থানার নন্দপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে আসলাম হোসেন (১৮), একই এলাকার রমজান আলীর ছেলে সজিব মিয়া (১৮)। এদের মধ্যে আব্দুল্লাহ আল ফয়সাল, মেহেদী হাসান মোস্তাকিম, আসলাম হোসেন ও সজিব মিয়া সিটির দক্ষিণ সালনা পলাশটেক এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়া থাকত। র‌্যাব-১’র কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে জোলারপাড় যাওয়ার জন্য ব্যাটারী চালিত একটি অটোরিকশা ভাড়া করে যাত্রীবেশী ডাকাতরা। অটোরিকশাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় পৌঁছলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে চালককে এলোপাতাড়ি কুপিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আহত চালকের ডাক-চিৎকারে র‌্যাবের টহল দল সেখানে গিয়ে ঘটনা জানতে পারে। এসময় র‌্যাব সদস্যরা চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা জোলারপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতিকৃত ব্যাটারী চালিত একটি অটোরিকশা, একটি চাপাতি, তিনটি চাকু, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তা আরো জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতি করে আসছিল বলে আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
×