ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে অস্ত্রসহ আটক ১

প্রকাশিত: ১৮:০৪, ২২ সেপ্টেম্বর ২০২০

টেকনাফে অস্ত্রসহ আটক ১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্রসহ গিয়াস ডাকাতের এক সহযোগীকে আটক করেছে। আটক যুবক মে: হোছেন রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র। র‌্যাব -১৫ এর সিও উইং কমান্ডার আজিম আহম্মেদ জানান, আটকের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ উদ্ধার করা হয়। ডাকাত গিয়াস ডজনখানেক মামলার আসামি। তার বিরুদ্ধে খুনসহ বহু অপরাধের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রঙ্গিখালীর একাধিক ভুক্তভোগী বলেন, ডাকাত গিয়াস ও তার বাহিনীর সদস্যরা ওসি প্রদীপের সঙ্গে সম্পর্ক গড়ে বহু মামলার পলাতক আসামি হয়েও এলাকায় বিচরন করত প্রকাশ্যে। বিনিময়ে প্রবাসীদের পাকড়াও করে ওসি প্রদীপের কাছে তুলে দিত গিয়াস বাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অথবা টাকা আদায়ে ব্যর্থ হলে মামলায় জড়িয়ে বা ক্রসফায়ারে হত্যা করত অনেককে। আবার কারও কারও মা বোনকে ধরে নিয়ে অত্যাচার নির্যাতন করে ইয়াবা দিয়ে কারাগারে প্রেরণ করা হত। গ্রামবাসীরা জানান, এ ধরনের অসংখ্য নারী এখনও বিনা দোষে কারাগারে আটক আছে। এলাকাবাসী জানায়, টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপের সোর্স ডাকাত গিয়াস উদ্দিন সোমবার প্রকাশ্যে গুলি করলে ঘটনাস্থলে নিহত হয় প্রবাসী মো: তৈয়ব। নিহত যুবক রঙ্গীখালী স্কুল পাড়ার দুদু মিয়ার পুত্র। স্থানীয়রা আরও জানায়, ডাকাত গিয়াস বাহিনীকে নিয়ে সম্প্রতি পত্রিকা ও টেলিভিশনে বেশ ক’টি সংবাদ প্রচার ও প্রকাশিত হয়। সাংবাদিকদের কাছে ছবি ও অপরাধের তথ্য দেয়ার অভিযোগে প্রকাশ্যে দিবালোকে প্রবাসী তৈয়বকে সোমবার বিকেলে গুলি করে হত্যা করে গিয়াস বাহিনীর সদস্যরা।
×