ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৫:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২০

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এর মাতা মিসেস মাজেদা বেগম খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১১:৫৩ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি............রাজিউন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। সে ৪ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মিসেস মাজেদা বেগমের স্বামী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক শেখ এক বছর পূর্বে ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বড় ছেলে মরহুম আবুল বাশার ২ বছর পূর্বে মারা যান। সেজ ছেলে এ্যাড. শ. ম. রেজাউল করিম মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। আজ মঙ্গলবার সকাল ১০টায় গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরের তারাবুনিয়া গ্রামে ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম, জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম. এ. হাকিম হাওলাদার, জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ এলাকার কয়েকহাজার মুসল্লী উপস্থিত ছিলেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড. শ. ম. রেজাউল করিম এর মাতা মিসেস মাজেদা বেগমের মৃত্যুতে পিরোজপুরে গভীর শোকের ছায়া নেমে আসে। আওয়ামী লীগসহ সকল সহযোগী, অঙ্গসংগঠন ও রাজনৈতিক দল, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সাংস্কৃকি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্য্ডা. এম. এ. হাকিম হাওলাদার, জেলা জাসদ সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, পুজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
×