ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এয়ারপাওয়ার মিনি ওয়্যারলেস চার্জার এনেছে অ্যাপল

প্রকাশিত: ১২:৩০, ২২ সেপ্টেম্বর ২০২০

এয়ারপাওয়ার মিনি ওয়্যারলেস চার্জার এনেছে অ্যাপল

অনলাইন ডেস্ক ॥ প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার এয়ারপাওয়ার মিনি ওয়্যারলেস চার্জার নিয়ে আসছে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন থেকেই। তবে এবার অনলাইনে এক ভিডিওতে ছোট আকারের এ চার্জিং ম্যাটটি দেখা গেছে। যদিও এর আগে অ্যাপল বিশ্লেষক মিং সিং কুয়ো এ ধরনের চার্জিং ম্যাটের কথা বলেছিলেন। গুঞ্জন উঠেছে, অ্যাপলের নতুন মিনি ওয়্যারলেস চার্জারটি থার্ড-পার্টি যন্ত্রাংশ নির্মাতাদের জন্য তৈরি বিশেষ ইউনিট হতে পারে। নাইনটুফাইভ ম্যাকের একটি ভিডিওতে ছোট আকারের পাত্রের মতো একটি পণ্য দেখিয়ে হয় বলা হচ্ছে এটিই অ্যাপল এয়ারপাওয়ার মিনি। এ পণ্যটির কথাই গত জানুয়ারি মাসে মিং সি কুয়ো বলেছিলেন। নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, নতুন ও ওয়্যারলেস চার্জিং ডিভাইসটি আইফোন ১২ মডেলের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। এবারের আইফোনের নতুন মডেলের পেছনে একটি গোলাকার চুম্বক থাকতে পারে। এটি ওয়্যারলেস চার্জারের সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে। উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে অ্যাপল এয়ারপাওয়ার প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে।
×