ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানের ওপর নিষেধাজ্ঞা ॥ ইউরোপের নিষ্ক্রিয়তার অভিযোগ পম্পেওর

প্রকাশিত: ১২:২৪, ২২ সেপ্টেম্বর ২০২০

ইরানের ওপর নিষেধাজ্ঞা ॥ ইউরোপের নিষ্ক্রিয়তার অভিযোগ পম্পেওর

অনলাইন ডেস্ক ॥ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রোববার বলেছেন, ইউরোপীয় নেতারা তেহরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্রের একতরফা ঘোষণা প্রত্যাখ্যানের পর ইরানে অস্ত্র বিক্রি বন্ধে তারা কিছুই করেননি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেছে ওয়াশিংটন চুক্তি থেকে সরে গেলেও ২০১৫ সালের যুগান্তকারী পারমাণবিক চুক্তিটি স্ন্যাপব্যাক ব্যবস্থার আওতায় নিষেধাজ্ঞা পুনরায় সক্রিয় হয়েছে। তবে, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন একটি যৌথ বিবৃতিতে বলেছে যে, ওয়াশিংটনের উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত কোনও আইনি প্রভাব ফেলতে পারবে না।-খবর বাসসের পম্পেও গত মাসে বৈরুতের একটি বিশাল বন্দরের বিস্ফোরণের কথা উল্লেখ করে বলেন, ইরান যে অস্ত্র বিক্রি করবে সেগুলো শেষ পর্যন্ত হিজবুল্লাহর হাতে পৌঁছাবে এবং লেবাননের জনগণের জীবন করুণভাবে দুর্বিসহ করে তুলবে। ইরানের পারমাণবিক কর্মসূচি রোধে ২০১৫ সালের চুক্তি স্বাক্ষর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য এবং জার্মানি যোগদান করলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
×