ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাথমিক শিক্ষকদের উচ্চ ধাপে বেতন শীঘ্রই

প্রকাশিত: ২৩:২২, ২২ সেপ্টেম্বর ২০২০

প্রাথমিক শিক্ষকদের উচ্চ ধাপে বেতন শীঘ্রই

স্টাফ রিপোর্টার ॥ বেতন গ্রেড উন্নীত হলেও সফটওয়্যারের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণে যে জটিলতা হচ্ছে, শীঘ্রই তা সমাধান হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, বর্তমানে সরকারী কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস++’ এর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণের লক্ষ্যে ‘আইবাস++’ সফটওয়্যার আপগ্রেডের কাজ চলমান রয়েছে, যা শীঘ্রই সম্পন্ন হবে। গত ৯ ফেব্রুয়ারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন জাতীয় বেতন কাঠামোর ত্রয়োদশ গ্রেডে উন্নীত করে সরকার। বেতন গ্রেড উন্নীত করা হলেও বেতন ‘ফিক্সেশন’ করার সময় অনেকের বেতন কমে যায়। পরে বিষয়টির সমাধান চেয়ে অর্থ সচিবকে চিঠি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় উচ্চতর ধাপে শিক্ষকদের বেতন নির্ধারণের বিষয়ে সম্মতি দেয়। মাঠ পর্যায়ে ‘আইবাস++’ এ বেতন নির্ধারণে প্রাথমিক শিক্ষকদের সাময়িক অসুবিধার বিষয়টি গণশিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশা করা হচ্ছে অতি দ্রুত ‘আইবাস++’ আপগ্রেডেশন সম্পন্ন হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উচ্চ ধাপে বেতন নির্ধারণ করতে পারবেন।
×