ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিডিনিউজ সম্পাদকের আগাম জামিন বহাল

প্রকাশিত: ২৩:১২, ২২ সেপ্টেম্বর ২০২০

বিডিনিউজ সম্পাদকের আগাম জামিন বহাল

স্টাফ রিপোর্টার ॥ ভিয়েতনাম-কাতার ফেরত সেই ৮৩ বাংলাদেশীকে কেন মুক্তির নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের আগাম জামিন বহাল রেখেছে আপীল বিভাগ। সোমবার আপীল ও হাইকোর্টের এ আদেশগুলো প্রদান করেছে। বিদেশ ফেরত ৮৩ বাংলাদেশীকে মুক্তির বিষয়ে রুল জারি করেছে আদালত। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী সালাউদ্দিন রিগান। তিনি জানান, আদালত এ বিষয়ে দুই সপ্তাহের রুল জারি করেছে। গত ১ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। সেই থেকে তারা কারাবন্দী। এরপর তাদের মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সালাউদ্দিন রিগান। বিদেশফেরত ৮৩ বাংলাদেশীকে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে সন্দেহভাজন আসামি হিসেবে দেখিয়ে গ্রেফতার করে তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৮১ জন ভিয়েতনাম ফেরত। দু’জন কাতার ফেরত। তৌফিক ইমরোজ খালিদীর জামিন বহাল ॥ অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের আগাম জামিন বহাল রেখেছে আপীল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদেন শুনানি নিয়ে সোমবার জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির সমন্বয়ে গঠিত আপীল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আজ দুদকের পক্ষে শুনানিতে ছিলেন খুরশিদ আলম খান। বিডিনিউজ সম্পাদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, আইনজীবী আব্দুল মতিন খসরু, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও এ্যাডভোকেট মোঃ মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।
×