ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোমরা স্থলবন্দর দিয়ে আসা পেঁয়াজের বেশিরভাগই নষ্ট

প্রকাশিত: ২৩:০৭, ২২ সেপ্টেম্বর ২০২০

ভোমরা স্থলবন্দর দিয়ে আসা পেঁয়াজের বেশিরভাগই নষ্ট

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভোমরা স্থলবন্দর দিয়ে গত তিনদিনে ভারত থেকে আসা ৩৭ ট্রাক পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। সোমবার এক ট্রাক পেঁয়াজ আমদানির সঙ্গে গত তিনদিনে মোট ৩৭ ট্রাকে প্রায় সাড়ে আট শ’ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করে। এর আগে রবিবার সন্ধ্যায় ৫ ট্রাকে ১০৮ মেট্রিক টন ও শনিবার ৩১ ট্রাকে ৭২১ মেট্রিক টন মেট্রিকটন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা বন্দরে প্রবেশ করে। তবে এসব পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুণ ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। ভোমরা সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৩৭ ট্রাক গত তিন দিনে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। ভারতে ঘোজাডাঙ্গায় প্রায় এক সপ্তাহ আটকে থাকায় এসব পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুণ ক্ষতির সম্মুখীন হয়েছেন। আরও ১০ থেকে ১২ ট্রাক পেঁয়াজ ছাড় করানো রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে ভোমরা বন্দরে প্রবেশ করবে। এছাড়া, এখনও দুই শ’র বেশি পেঁয়াজ ভর্তি ট্রাক ভারতে আটকে রয়েছে। এরমধ্যে কিছু পেঁয়াজ ফিরে যাচ্ছে আর কিছু পেঁয়াজ সেখানে আনলোড করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছে ব্যবসায়ীরা। ভারতীয় পারে অপেক্ষমাণ এসব পেঁয়াজ রফতানির জন্য প্রস্তুতি থাকলেও ভারতের পক্ষ ে থকে এগুলো বাংলাদেশে প্রবেশের অনুমতি মেলেনি।
×