ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা লাগামহীন হয়ে পড়ায় চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ২৩:০৭, ২২ সেপ্টেম্বর ২০২০

করোনা লাগামহীন হয়ে পড়ায় চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে ইউরোপের দেশগুলোতে। কিছু দেশের অবস্থা নাজুক। বিক্ষোভও হচ্ছে কিছু দেশে। ইউরোপের দেশ ব্রিটেনের রাজধানী লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভে সংঘর্ষ হয়েছে। সেখান থেকে ৩২ জনকে গ্রেফতারও করা হয়। আর অস্ট্রেলিয়ায় জুন মাসের পর সবচেয়ে কম মানুষ সংক্রমিত হয়েছেন। কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২ লাখ মানুষের মৃত্যুর রেকর্ড হলো। করোনা লাগামহীন হয়ে পড়ায় পদত্যাগ করলেন চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী এ্যাডাম ভোজটেক। এছাড়া ভারতে পর পর তিনদিন সংক্রমণের চেয়ে সুস্থ হওয়াদের হার বেশি হয়েছে। দেশটিতে ১০৬ বছর বয়সী এক বৃদ্ধা মাত্র দশদিনে করোনাকে জয় করলেন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, বিশ^জুড়ে সোমাবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ৭ হাজার ২৫৪ জন। মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ৬৭ হাজার ৫০৭ জন হয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ২৯ লাখ ৯১ হাজার ২৫৮ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৬ জন। যাদের মধ্যে ৬১ হাজার ২৪২ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ১৩৪ জন। একদিনে মারা গেছেন তিন হাজার ৮৯১ জন। এদিকে ব্রিটেনে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় সরকার পুনরায় লকডাউন আরোপের যে পরিকল্পনা করছে তার বিরুদ্ধে লন্ডনে হাজারো মানুষ বিক্ষোভ করেছে। পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গেলে সংঘর্ষ বেধে যায়। অন্তত ৩২ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। শুধু ব্রিটেন নয় বরং পুরো ইউরোপ জুড়েই আবারও কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশজুড়ে পুনরায় লকডাউন আরোপের বিষয়টি বিবেচনা করছেন। জনসন নিজের কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিলেন। কিন্তু লকডাউনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের সব দেশেই অর্থনীতির চাকা মন্থর হয়ে গেছে। লাখ লাখ মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। লন্ডনে বিক্ষোভকারীরা ‘কোভিড একটা গুজব’, ‘আমার দেহ, আমার পছন্দ : মাস্ক পরা বাধ্যতামূলক না’ লেখা ব্যানার হাতে বিক্ষোভ করে। তারা পুলিশকে উদ্দেশ করে ‘তোমার পক্ষ বেছে নাও’ বলেও স্লোগান দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের শত্রু ভাবছে এবং তাদের সঙ্গে নৃশংস আচরণ করেছে। তাই আমরা এখন বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বল প্রয়োগ করতে যাচ্ছি। চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ॥ করোনার প্রকোপ লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় মধ্য ইউরোপের দেশ চেক রিপাবলিকের স্বাস্থ্যমন্ত্রী এ্যাডাম ভোজটেক পদত্যাগ করেছেন। যদিও প্রথম দফায় করোনা সংক্রমণ রোধে সফলতার জন্য দেশটিতে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। জুনের পর কম সংক্রমণ ॥ অস্ট্রেলিয়ায় কমে আসতে শুরু করেছে করোনা সংক্রমণ। তিন মাসের মধ্যে দৈনিক ভাইরাস সংক্রমণ সর্বনিম্নে নেমে এসেছে। নতুন শনাক্ত হয়েছে মাত্র ১৮ জন। গত ২৩ জুনের পর অস্ট্রেলিয়ায় ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এটিই সবচেয়ে কম। অস্ট্রেলিয়ার জনবহুল যে রাজ্য ভিক্টোরিয়ায় করোনা সংক্রমণ উদ্বেকজনকহারে বাড়ছিল- সে রাজ্যেই নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ জন। আগের দিনই যে সংখ্যা ছিল ২১। যুক্তরাষ্ট্রে মৃত্যুতে রেকর্ড ॥ কোভিড-১৯ মহামারীতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও সংক্রমণ কমেনি সেই অর্থে। ইতোমধ্যে মৃত্যুর মিছিল ২ লাখ চার হাজার ১২২ জন ছাড়িয়ে গেছে দেশটিতে। এ তথ্য ওয়ার্ল্ডোমিটারসের। পৃথিবীতে আর কোন দেশে এত মানুষের মৃত্যু রেকর্ড নেই মহামারীতে। আর করোনা রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন। সুস্থতার হার বেশি ভারতে ॥ গত কয়েকদিনে সংক্রমণ কিছুটা কমতে দেখা গেছে। অপরদিকে প্রতিদিনই সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৯৬১ এবং মারা গেছেন এক হাজার ১৩০ জন। একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৩৫৬ জন।
×