ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক নয় যেন ডোবা!

প্রকাশিত: ১৭:২৯, ২১ সেপ্টেম্বর ২০২০

সড়ক নয় যেন ডোবা!

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘদিনেও সংস্কার না করায় জেলার জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলার বাটাজোর-সরিকল সাত কিলোমিটারের সড়কটি খানাখন্দকে ভরে গেছে। বর্তমানে সড়কের মধ্যে ছোট-বড় অসংখ্য ডোবার সৃষ্টি হয়ে লোকাল বাসসহ ছোট যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বেকার হয়ে পরেছে সংশ্লিষ্ট কয়েকশ’ পরিবার। এছাড়া প্রতিনিয়ত এ সড়ক দিয়ে চলাচলরত বাবুগঞ্জের আগরপুর ও গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হাজার হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষকে বরিশাল জেলা শহর ও গৌরনদী উপজেলা সদরে যাতায়াত করতে হয়। বিশেষ প্রয়োজনে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। মরণফাঁদে পরিনত হওয়া সড়কটিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়ে বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে মানুষের দুর্ভোগের সীমা নেই। বাটাজোর-সরিকল সড়কের বেহাল দশার কথা স্বীকার করে গৌরনদী উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী মোঃ অহেদুর রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। আগামী মাসে দরপত্র আহবানের পর সড়ক সংস্কারের কাজ শুরু করা হবে। স্থানীয় একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন, গত পাঁচ বছর পূর্বে সড়কটি সংস্কার করা হয়। স্থানীয় ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী ঠিকাদার সংস্কারের সময় নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় কয়েক মাসের মধ্যেই পুরো সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পরে। পরে আর কোনো সংস্কার কাজ করা হয়নি। বর্তমানে ওই ঠিকাদারই পূর্ণরায় সংস্কার কাজ বাগিয়ে নেয়ার চেষ্ঠা করছেন। স্থানীয়রা তদন্ত করে দুদক কর্মকর্তাদের কাছে ওই দুর্নীতিবাজ ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি করেছেন।
×