ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় হোটেল থেকে ফিশিং বোটের মালিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫:৪০, ২১ সেপ্টেম্বর ২০২০

কুয়াকাটায় হোটেল থেকে ফিশিং বোটের মালিকের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটায় আবাসিক হোটেল আল্লাহর দান এর ২০৪ নম্বর কক্ষ থেকে ফিশিং বোটের (এফবি আল্লাহর দান) মালিক কাম মাঝি আব্দুল মানিকের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা আনুমানিক দেড়টার দিকে পুলিশ কক্ষের ছিটকানি ভেঙ্গে মরদেহটি উদ্ধার করেছে। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি মানিকের মরদেহ উদ্ধার করেছেন। আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। মরদেহটি খাটের পাশে ফ্লোরে পড়ে ছিল। জানা গেছে, গতকাল ওই হোটেলে অবস্থান নেয় আব্দুল মানিক ও তার মাছ বিক্রি করা মহিপুরের বিসমিল্লাহ আড়তের এক কর্মী লিটন। নিহত মানিকের বাড়ি কক্সবাজারের বাশখালী উপজেলার সনুয়া গ্রামে। বাবার নাম আবুল হোসেন। নিহত ব্যক্তি ট্রলার নিয়ে কুয়াকাটা সংলগ্ন সাগরে মাছ শিকার করে আসছিলেন। মহিপুরের বিসমিল্লাহ আড়তে মাছ বিক্রি করতেন। হোটেলের বুকিং স্লিপে লেখা ছিল নিহত ব্যক্তি জ¦ীন খলিলকে দেখাতে গিয়েছিলেন। তবে এ মৃত্যু নিয়ে নানান গুঞ্জন চলছে। পুলিশ এখন পর্যন্ত সঠিক কোন কারন খুজে পায়নি।
×