ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল

সুপার ওভারে পাঞ্জাবকে হারাল দিল্লী

প্রকাশিত: ০০:৩২, ২১ সেপ্টেম্বর ২০২০

সুপার ওভারে পাঞ্জাবকে হারাল দিল্লী

জনকণ্ঠ ডেস্ক ॥ আইপিএলে জয় দিয়ে শিরোপা অভিযান শুরু করেছে দিল্লী ক্যাপিটালস। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে তারা হারিয়েছে প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাবকে। জয়ের লক্ষ্য তাড়া করতে শুরুতে ধাক্কা খেলেও তা দ্রুতই সামলে ওঠে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। ব্যক্তিগত ২১ রানে আউট হন অধিনায়ক রাহুল। এরপরই ধুঁকতে থাকে পাঞ্জাব। তবে মায়াঙ্কা আগারওয়ালের দাপুটে ব্যাটিংয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে। ৮৯ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন মায়াঙ্ক। আর ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করে পাঞ্জাব। তবে সুপার ওভারে সুবিধা করতে পারেনি পাঞ্জাব। তাই হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এর আগে দুবাই’র ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দিল্লী। দলীয় ১৩ রানেই তিন উইকেট হারায় তারা। পেসার মোহাম্মদ শামির আগুনে বোলিংয়ের সামনে টিকতেই পারছিল না শ্রেয়াস আয়ারের দল। দ্রুত তিন উইকেট পড়ার পর দিল্লী ঘুরে দাঁড়ায় অধিনায়ক শ্রেয়াস এবং রিশাভ পান্তের ব্যাটে। এই দুজনের গড়েন ৭৩ রানের দারুণ জুটি। ৩২ বল খেলে শ্রেয়াস করেন ৩৯ রান। আর সতীর্থ পান্ত করেন ৩১ রান। অবশ্য মার্কাস স্টোইনিজের ঝড়ো ব্যাটিংয়েই শেষ পর্যন্ত একটা লড়াকু স্কোর দাঁড় করাতে সক্ষম হয় দিল্লী। ২১ বলে ৫৩ রান করে রান আউট হন স্টোইনিজ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সমর্থ হয় দিল্লী। পাঞ্জাবের হয়ে একাই ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। শেলডন কটরেল নেন ২ উইকেট এবং রবি নেন ১ উইকেট। সংক্ষিপ্ত স্কোর : দিল্লী ক্যাপিটালস : ২০ ওভারে ১৫৭/৮ (স্টোইনিজ ৫৩, শ্রেয়াস ৩৯, পান্ত ৩১; শামি ৩/১৫, কটরেল ২/২৪) কিংস ইলেভেন পাঞ্জাব : ২০ ওভারে ১৫৭/৮ ( আগারওয়াল ৮৯, রাহুল ২১; রাবাদা ২/২৮, অশ্বিন ২/২ ) ফল : সুপার ওভারে জয়ী দিল্লী।
×